Education News

এইচএসসি ফলাফল ২০২৪: কিভাবে সহজে রেজাল্ট দেখবেন – সম্পূর্ণ গাইড || How to Check HSC Result 2024: Key Updates

HSC Result 2024, Alim Result 2024

আসসালামু আলাইকুম।  ১৫ অক্টোবর ২০২৪ ইং তারিখে এইচএসসি ও সমমান বা আলিম, এইচএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে । ওই দিন নিজ নিজ শিক্ষা বোর্ডের প্রধানরা  এই ফল প্রকাশ করবেন। ওই দিন বেলা ১১ টায় এইচএসসি পরীক্ষার রেজাল্ট স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। আগের বছর গুলোতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করতেন। তবে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তা করছেন না বলে বোর্ড সূত্রে জানা গেছে। স্ব স্ব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানেরাই ফল প্রকাশ করবেন। How to Check HSC Result 2024 কিভাবে দেখবেন রেজাল্ট??

যেভাবে দেখবেন আলিম এবং HSC Result 2024

dhakaeducationboard.gov.bd     eduboardresults.gov.bd     educationboardresults.gov.bd

এসব সাইটে ঢুকে Result অপশন এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্‌ট শীট ডাউনলোড  করতে পারবেন এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে ব্যক্তিগত HSC Result 2024 দেখতে পাবেন। না বুঝলে নিচের পদক্ষেপ গুলো ফলো ক্রুন।

কোন কোন বোর্ড রেজাল্ট পাবলিশ করবে

আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড 

আর এইচ এস সি ভোকেশনালের রেজাল্ট পাবলিশ করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

আর জেনারেল এইচএসসির ফলাফল প্রকাশ করবে

Edu board results

Edu board results এই বছর চালু করা একটি নতুন ওয়েবসাইট। এটি সব শিক্ষা বোর্ডের জন্য চালু করা হয়েছে। এর মাধ্যমে সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল জানতে পারবেন। রেজাল্ট দেখতে নীচের ধাপ গুলো অনুসরণ করুন।

প্রথমে  eduboardresults.gov.bd ওয়েবসাইটে যান।
“HSC/Alim/Equivalent” সিলেক্ট করুন।
পরীক্ষার বছর হিসাবে “2024” সিলেক্ট করুন।
আপনার শিক্ষা বোর্ড সিলেক্ট করুন।
এবার আপনার রোল এবং রেজিস্ট্রেশন নম্বর লিখুন।
সাবমিট বাটনে ক্লিক করুন।

 

 

eboardresults

ওয়েব ভিত্তিক ফলাফল eboardresults.com ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। এখান থেকে, সমস্ত শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা ওয়েব ভিত্তিক HSC result 2024 জানতে পারবে। এছাড়া এই সাইট থেকে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল ডাউনলোড করতে পারবে। কেন্দ্র ও জেলা ভিত্তিক ফলাফলও ডাউনলোড করা যায়। HSC Result 2024 সম্পর্কে বিভিন্ন পরিসংখ্যানও এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আসুন ওয়েব-ভিত্তিক এইচএসসি ফলাফল 2024 পরীক্ষা করার পদ্ধতিটি দেখি।

eboardresults.com ওয়েবসাইট ভিজিট করুন।
ফলাফল পৃষ্ঠা লিখুন.
পরীক্ষার নাম সিলেক্ট করুন (এইচএসসি/আলিম/সমমান)।
পরীক্ষার বছর “2024” সিলেক্ট করুন।।
আপনার বোর্ড সিলেক্ট করুন।
ফলাফলের ধরন সিলেক্ট করুন।।
প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।
“Result” button ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *